ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ থেকে পিছু হটেছে রুশ সেনারা। শনিবার ইউক্রেনীয় কর্মকর্তারা এ দাবি করেছেন।
ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, রাশিয়ানরা তাদের অবস্থান থেকে পিছু হটেছে।
নগরীর মেয়র ইহোর তেরেখভ বিবিসিকে বলেছেন, মানুষ ফিরতে শুরু করেছে এবং যুদ্ধ জয়ী হয়েছে।
তিনি বলেন, ‘খারকিভ শহরের অভ্যন্তরে কোন রাশিয়ান সেনা নেই। রাশিয়ান ট্যাঙ্ক এবং সাঁজোয়া যুদ্ধ যান ইউক্রেনের যোদ্ধারা ধ্বংস করেছে। খারকিভ আঞ্চলিক প্রতিরক্ষা এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রচেষ্টায় রাশিয়ানরা এখন শহর থেকে দূরে সরে গেছে – সীমান্তের দিকে।’
বিবিসি অবশ্য জানিয়েছে, কিয়েভের চারপাশ থেকে রাশিয়ানরা যেভাবে পশ্চাদপসরণ করেছিল এটা ঠিক তেমন নয়। ধারণা করা হচ্ছে, রুশ বাহিনী আরও পিছনে থেকে তাদের অবস্থান ধরে রাখবে বা অন্য কোথাও লড়াইয়ে পুনরায় যোগ দেবে। খারকিভ থেকে রুশ বাহিনীর পিছু হটা ইউক্রেনের জন্য যুদ্ধের টার্নিং পয়েন্ট নয়, তবে এটি এখনও একটি বড় বিজয়।