-অখিল সাহা, টরন্টো
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক এজিএস এবং বাংলাদেশ ছাত্র
ইউনিয়ন-এর প্রাক্তন সভাপতি নাসির উদ দুজা এক বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-এর একজন গুরুত্ত¡পুর্ণ প্রাক্তন কর্মী ও
টরন্টোর বাঙালীপাড়ার সাংস্কৃতিক জগতের প্রখ্যাত কর্মী রাফি ইসলাম লোটনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত
পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। লোটন মারণব্যাধি ক্যানসারের সাথে যুদ্ধ করে আজ ২১শে জানুয়ারী ভোর ৫.০০টায়
মৃত্যুবরণ করেন (ইন্না.. .. রাজেউন)। স্কারবরো নাগেট মসজিদে নামাজে জানাজা শেষে এজাক্সের পিকেটিং কবরস্থানে তাঁকে
সমাহিত করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী জিনাত জাহানসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য বন্ধু-বান্ধব রেখে গেছেন। উল্লেখ্য, লোটন মতিঝিল
গর্ভমেন্ট হাইস্কুলে নবম শ্রেণীতে পড়াকালীন সময় থেকেই বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী হিসাবে কাজ করতেন। তিনি
মতিঝিল ও সবুজবাগ থানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গড়ে তোলেন। তিনি আশি ও নব্বইয়ের দশকে ঢাকায় সামরিক স্বৈরাচার
বিরোধী ছাত্র আন্দোলনেরর গুরুত্ত¡পুর্ণ মুখ ছিলেন। আদমজী ক্যান্টনমেনট কলেজে পড়াশোনা শেষ করে চলচ্চিত্র বিষয়ে উচ্চতর
পড়াশোনার জন্য আমেরিকায় যান। কিন্তু সেখানে যেছে কম্পিউটার সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন সমাপ্ত করেন। আমেরিকা থেকে পরে
টরন্টো চলে আসেন। তাঁর অকালমৃত্যু টরন্টোবাসী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জন্য গভীর বেদনাদায়ক সংবাদ।