বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন লিওনেল মেসি। তবে বার্সেলোনায় যেমন নিজেকে মেলে ধরতে পেরেছিলেন তার খুবই অল্পই পারছেন পিএসজিতে। বলতে গেলে ফ্রান্সের ক্লাবটিতে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি।
তার এমন হওয়ার পেছনের কারণ জানালেন বন্ধু ও সতীর্থ নেইমার দ্য সিলভা জুনিয়র।
সোমবার নেইমার জানিয়েছেন পিএসজিতে এমন অনেক খেলোয়াড় আছেন যারা এখনো মেসিকে বোঝেনই না।
নেইমার বলেন, ‘সে অনেক বছর বার্সেলোনায় ছিল। সেখান থেকে এসে নতুন একটি ক্লাবে মানিয়ে নেওয়া এতোটা সহজ নয়। আসলে দল পরিবর্তন করা, শহর পরিবর্তন করা অনেক কঠিন কাজ। পাশাপাশি সে কিন্তু এখানে একা আসেনি। তার পরিবারও এসেছে। এক এক দলের খেলার স্টাইল এক এক রকম থাকে। একদল কিভাবে খেলে সেটা কিন্তু অন্য দলের খেলোয়াড়রা বোঝে না। পিএসজিতে মেসিকে এখনো অনেকে বুঝতেই পারে না। পিএসজির সিস্টেমের কারণে মেসি ব্যর্থ হচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘লিও, এমবাপে ও আমি— এই তিনজনকে বিচার করা হয় আমাদের পারফরম্যান্স দিয়ে। আমরা কয়টা গোল করলাম, কয়টা শিরোপা জিতলাম সেটা দিয়ে। আমাদের সবকিছু চুলচেড়া বিশ্লেষণ করা হয়।’
মেসি সদ্য সমাপ্ত হওয়া মৌসুমে পিএসজির হয়ে ১১ গোল করেছেন। তার মধ্যে ৬ গোল করেছেন লিগ ওয়ানে। আর পাঁচ গোল করেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগে। অ্যাসিস্ট করেছেন ১৪টি গোলে।