জ্বালানি তেলের সঙ্কটের কারণে বন্দরের শ্রমিকদের কর্মস্থলে আসতে বাস বা পেট্রোল চালিত যানের পরিবর্তে সাইকেল পরিষেবা চালু করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার থেকে শ্রমিকদের জন্য বিনামূল্যে এই সেবা চালু করা হয়েছে।
স্বাধীনতার পর সবচেয় ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করতে হচ্ছে শ্রীলঙ্কাকে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘাটতির কারণে দেশটি জ্বালানি তেল আমদানিতেও হিমশিম খাচ্ছে। তেলের জন্য যানবাহন মালিকদের ঘণ্টার পর ঘণ্টার লাইনে অপেক্ষা করতে হচ্ছে।
শ্রীলঙ্কার বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রশান্ত জয়মান্না জানিয়েছেন, কলম্বোর গভীর সমুদ্র বন্দরের পেট্রোল সংরক্ষনের জন্য সাইকেল ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘যারা বন্দরে আসে তাদের জন্য অন্য যানবাহনের পরিবর্তে সাইকেল ব্যবহার করার জন্য আমরা একটি অব্যবহৃত রেললাইনের পাশে সাইকেল চালানোর পথ তৈরি করেছি।’
শ্রীলঙ্কার রাজধানীতে বন্দরটি ৪৬৯ হেক্টর জমির উপর অবস্থিত, যার দীর্ঘতম রাস্তাটি বন্দরটির মধ্য দিয়ে চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
জয়মান্না জানান, উদ্যোগটি শুরু করতে ১০০টি বাইসাইকেল অনুদান হিসেবে পাওয়া গেছে।