ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর থেকে তার দল কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতাদের একটি বড় অংশ তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে যাচ্ছেন। করোনা মহামারির সময় লকডাউন চলাকালে প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিটে একাধিক জন্মদিনের পার্টি উদযাপনের বিশদ বিবরণ প্রকাশের পর তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছেন আইনপ্রণেতারা।
২০১৯ সালের নির্বাচনে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিততে সাহায্য করেছিলেন জনসন। ডাউনিং স্ট্রিটের পার্টির জন্য তিনি পার্লামেন্টে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তিনি সাফ জানিয়েছেন, ওই কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তিনি পদত্যাগ করবেন না।
ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির ৩৫৯ জন এমপি রয়েছেন। এদের মধ্যে অন্তত ৫৪ জনকে কনজারভেটিভ পার্টির সংসদীয় দল ১৯২২ কমিটির কাছে আস্থা ভোটের আহ্বান জানিয়ে চিঠি লিখতে হবে। এই ৫৪ জনের চিঠি প্রাপ্তি সাপেক্ষে জনসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে পার্লামেন্টে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইতোমধ্যে ২৫ জনেরও বেশি আইনপ্রণেতা প্রকাশ্যে প্রধানমন্ত্রী জনসনকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। অনেকে জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা জানিয়ে চিঠি লিখেছেন। তবে সেই সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।