অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আরুব শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ওই নারীর নাম গুফরান হামেদ ওয়ারাস্নেহ। তার বয়স ৩১ বছর।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘ছুরি হাতে এক হামলাকারী নিয়মিত নিরাপত্তা কর্মকাণ্ডে নিয়োজিত আইডিএফের (ইসরায়েলি সেনাবাহিনী) এক সেনার দিকে এগুচ্ছিল।’
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ওই নারীর হাতে যে ছুরিটি ছিল তা অনেক ছোট ছিল এবং তিনি সেনাটির জন্য তেমন হুমকিজনক ছিলেন না। মাত্র তিন দিন আগে ওই নারী একটি রেডিও স্টেশনে নিয়োগ পেয়েছিলেন। হত্যাকাণ্ডের আগে তিনি কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। স্থানীয় সময় সকাল ৮টার দিকে শরণার্থী শিবিরের প্রবেশ মুখে তাকে গুলি করে হত্যা করা হয়।