দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে অপহরণ ও ঘুষের অভিযোগ এনেছেন দেশটির সাবেক গোয়েন্দা প্রধান আর্থার ফ্রেজার।
তিনি জানিয়েছেন, ২০২০ সালে রামাফোসা একটি সম্পত্তি থেকে ৪০ লাখ মার্কিন ডলার চুরির চেষ্টা করেছিলেন।
অবশ্য প্রেসিডেন্ট রামাফোসা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এ ধরনের অপরাধমূলক আচরণের দাবির কোন ভিত্তি নেই।’
ফ্রেজারকে কেউ কেউ সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার সহযোগী হিসেবে দেখেন। কেউ কেউ বিশ্বাস করেন, রামাফোসার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তা ডিসেম্বরে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতৃত্ব নিয়ে কোন্দলের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।
ফ্রেজার ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার স্টেট সিকিউরিটি এজেন্সির (এসএসএ) দায়িত্বে ছিলেন।
এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, রামাফোসার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ হিসেবে তিনি ছবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং ভিডিও ফুটেজ পুলিশের কাছে জমা দিয়েছেন। অপরাধীরা ২০২০ সালের ফেব্রুয়ারিতে লিম্পোপো প্রদেশের একটি খামারে ঢুকে ৪০ লাখ ডলার চুরি করে। পরে তাদের আটক করা হয়েছিল এবং সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। চুরির ঘটনা সম্পর্কে চুপ থাকার জন্য তাদের অর্থ প্রদান করা হয়েছিল।