তীব্র পাল্টা হামলার কারণে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রুশ বাহিনী পিছু হটছে। শনিবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ দাবি করেছে।
ইউক্রেনের লুগানস্ক অঞ্চলের সবচেয়ে বড় শহর হচ্ছে সেভেরোডোনেটস্ক। গত কয়েক সপ্তাহে শহরটির বড় একটি অংশ দখল করেছে রুশ বাহিনী।
লুগানস্কের আঞ্চলিক গভর্নর সের্গেই গেইডে দাবি করেছেন, রাশিয়া এই কৌশলগত পূর্বাঞ্চলীয় শহরটি দখল করতে ‘তাদের সমস্ত শক্তি প্রয়োগ করলেও’ ইউক্রেনীয় বাহিনী সেভেরোডোনেটস্কে ভয়ানক লড়াইয়ে মস্কোর সেনাদের পিছু হটতে বাধ্য করছে।
তিনি বলেছেন, হানাদার বাহিনী শহরের বেশিরভাগ এলাকা দখল করেছিল, কিন্তু এখন ‘আমাদের সেনাবাহিনী তাদের হটিয়ে দিচ্ছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে গেইডে বলেছেন, ‘আমরা বুঝতে পারছি রাশিয়ার সেনাবাহিনী তাদের সমস্ত শক্তি এদিকে প্রয়োগ করছে।’
শুক্রবার গেইডে দাবি করেছিলেন, ইউক্রেনীয় সেনারা শহরের এক পঞ্চমাংশ ফিরে পেয়েছে।