প্রায় সব বিদেশি সংবাদমাধ্যমেই চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের খবর এসেছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এসবিএস নিউজ শিরোনাম করেছে ‘বৃষ্টির মতো আগুনের গোলা।’ যুক্তরাজ্যের আইবি টাইমস শিরোনাম করেছে ‘বাংলাদেশের কনটেইনার ডিপোতে আগুন।’ নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ‘বাংলাদেশে ডিপো বিপর্যয়ে ডজন খানেক নিহত ও শতাধিক অগ্নিদগ্ধ।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন শিরোনাম করেছে, ‘বাংলাদেশের কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে কয়েক ডজন মানুষ নিহত।’ সিএনএনের শিরোনাম- বাংলাদেশ কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ৩৭।’ বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, ‘বাংলাদেশের কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ডজন খানেক নিহত, আহত শতাধিক।’
সবকয়টি সংবাদমাধ্যমই হতাহতের সংখ্যা নিশ্চিতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর বরাত দিয়েছে।
ডেইলি মেইল জানিয়েছে, স্থানীয় মুদি দোকানি ৬০ বছর বয়সী মোহাম্মদ আলী বলেছেন,‘বিস্ফোরণটি এতটাই তীব্র ছিলে যে এর ধাক্কায় ডিপো থেকে কয়েক কিলোমিটার দূরে আবাসিক ভবনগুলিকে কেঁপে ওঠে।’
তোফায়েল আহমেদ নামে এক ট্রাক চালক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম বিস্ফোরণটি আমাকে সেখান থেকে ১০ মিটার দূরে ছুড়ে ফেলেছিল। আমার হাত ও পা পুড়ে গেছে।’
প্রসঙ্গত, বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ৪৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ কর্মী রয়েছেন।