ইরানের পূর্বাঞ্চলীয় তাবাস এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, বুধবার (৮ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে তাবাসের কাছে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। তাবাস রাজধানী তেহরানের প্রায় ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। প্রত্যন্ত অঞ্চলে এ দুর্ঘটনা হওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। সেখানে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।