মেহেরপুরে দোকান ভেঙে দেওয়ার প্রতিবাদে ভিক্ষার থালা হাতে রাস্তায় নেমেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৯ জুন) শহরের কাঁশাড়ি পাড়া মোড় থেকে ব্যবসায়ীরা এক জোট হয়ে থালা হাতে রাস্তায় নামেন।
ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার (৭ জুন) মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের নির্দেশে প্রায় ১০ বছর পূর্বে নির্মিত কোর্ট জামে মসজিদের সামনের মার্কেটের ২৫টি দোকান ভেঙে দেওয়া হয়।
বুধবার (৮ জুন) এর প্রতিবাদে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতি। নির্ধারিত কর্মসূচীর প্রথম দিনে ভিক্ষার থালা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মোমিন, সদস্য সেলিম মনা, ইজারুল, আকসার আলীসহ প্রমুখ।