আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য কোভিড -১৯ পরীক্ষার বাধ্যকতা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউজ এমন ঘোষণা দিয়েছে।
হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি কেভিন মুনোজ টুইটারে খবরটি নিশ্চিত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনা পরীক্ষা বাতিলের জন্য ভ্রমণ শিল্প থেকে জোরালো লবিং ছিল। চলতি সপ্তাহান্তে এই বাধ্যকতা আর থাকছে না।
মুনোজ জানিয়েছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে করোনার টিকা ও চিকিৎসার বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের পদক্ষেপগুলো জটিল ছিল। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সাম্প্রতিক করোনা সংক্রমণ বৃদ্ধির তথ্য নিয়ে তাদের মূল্যায়ন অব্যাহত রাখবে।
গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে। মাস্কের বাধ্যকতা অনেকাংশ প্রত্যাহার করা হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের কারণে সম্প্রতি দেশটিতে সংক্রমণ বাড়তে শুরু করেছে।