চীনের রাজধানী বেইজিংয়ে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ‘বিস্ফোরক’ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। শনিবার এক সরকারি মুখপাত্র এই সতর্কবার্তা দিয়েছেন।
রাজধানীর একটি বার থেকে সংক্রমণ ছড়ানো শুরু হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার থেকে বেইজিংয়ের অন্তত দুটি জেলায় কঠোর করোনা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে জনবহুল জেলা চাওইয়াং রয়েছে।
বেইজিং পৌর সরকারের মুখপাত্র জু হেজিয়ান একসংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘হেভেন সুপারমার্কেট বারের সাথে সম্পর্কিত সংক্রমণড়গুলো সাম্প্রতিক প্রাদুর্ভাব পরিস্থিতি প্রচণ্ড বিস্ফোরন্মুখ, পরিধিতে ব্যাপক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মিশ্রনও জটিল।’
স্বাস্থ্য কর্মকর্তা লিউ জিয়াওফেং জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা পর্যন্ত রাজধানীতে ৪৬টি নতুন স্থানীয় সংক্রমণের ঘটনা ঘটেছে। সংক্রমণের সব ঘটনা ইতোমধ্যে বিচ্ছিন্ন বা পর্যবেক্ষণের অধীনে থাকা ব্যক্তিদের মধ্যে চিহ্নিত হয়েছে। শহরে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়নি।
বেইজিংয়ে এ পর্যন্ত মোট ১১৫ জনের সংক্রমণ এবং এদের সঙ্গে ছয় হাজার ১৫৮ জনের ঘনিষ্ঠ যোগাযোগের খবর পাওয়া গেছে। এই সংবাদ দুই কোটি ২০ লাখ মানুষের শহরকে উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে।
এপ্রিল মাসের প্রথম দিকে বেইজিংয়ে করোনার সংক্রমণ শুরু হয়। পরে সংক্রমণ কমে আসছেল দুই সপ্তাহ আগে আরোপিত কোভিড নিষেধাজ্ঞা শিথিল করা হয়।