চলমান ইউক্রেন যুদ্ধে শান্তির এক ভিন্নরকম বার্তা দিলেন এক রুশ ব্লগার। বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে সেখানে তিনি ইউক্রেনের জাতীয় পতাকা উড়ান।
রোববার (১২ জুন) অষ্ট্রিয়ায় ইউক্রেনের সাবেক কূটনৈতিক অ্যালেকজান্ডার শেরবা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওই পর্বতারোহীর ছবি পোষ্ট করেন। পরে তা ভাইরাল হয়ে যায়। খবর আল-জাজিরার।
একেতেরিনা লিপকা নামের ওই রুশ পর্বতারোহী এভারেস্টের চূড়ায় পৌঁছে নিজের ছবি পোষ্ট করার পাশাপাশি আলেক্সি নাভালনি নামে দুর্নীতিবিরোধী কর্মী এক রুশ নেতার মুক্তি চান।
গত ২৪ মে, ইউক্রেনে রুশ হামলার তিন মাস পূর্তিতে এভারেস্ট অভিযানে বেরিয়ে পড়েন লিপকা। লক্ষ্য ছিল একটি ভিন্নভাবে রুশ প্রেসিডেন্ট পুতিনের দৃষ্টি আকর্ষণ করা।
ইউক্রেনে রুশ অভিযানে এ পর্যন্ত ধ্বংস হয়েছে বহু শহর। প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ঘরছাড়া আরও ২০ লক্ষাধিক নাগরিক।