বুরকিনা ফাসোর একটি গ্রাম থেকে ৭৯ জনের মৃতদেহ উদ্ধার করেছে সেনা সদস্যরা। দেশটির উত্তর সেনো প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছিল। মঙ্গলবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এমন তথ্য জানিয়েছে।
নিরাপত্তা ও স্থানীয় সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছে। এই সংখ্যা ১৬৫ জন পর্যন্ত হতে পারে। পশ্চিম আফ্রিকার দেশটিতে অন্তত এক বছরের মধ্যে এটি সবচেয়ে মারাত্মক হামলা ছিল।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা সেনো প্রদেশের সেতেঙ্গায় একটি সামরিক পুলিশ পোস্টে প্রথম হামলা চালায়। সেখানে তারা ১১ জন পুরুষকে হত্যা করে।
তিনটি নিরাপত্তা সূত্র মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছে, পুনরায় সংগঠিত হওয়ার জন্য পরে সামরিক পুলিশকে রাজধানী ডোরিতে ফিরিয়ে নেওয়া হয়। দুদিন পর সশস্ত্র হামলাকারীরা ফিরে আসে এবং কয়েক ডজন বেসামরিক লোককে হত্যা করে। ওই সময় নিরাপত্তা চৌকিতে কোনো পুলিশই ছিল না।
সরকার জানিয়েছে, হামলাকারীরা কোনো ধরনের বোমা পুঁতে রেখে যেতে পারে আশঙ্কায় তল্লাশির গতি ধীর ছিল। লাশের খোঁজে এখনও তল্লাশি কার্যক্রম চলছে