রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি নতুন ভিডিও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির থাকা পুতিন কাঁপছিলেন এবং সোজা হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছিলেন।
ভিডিওতে দেখা গেছে, ৬৯ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা নিকিতা মিখাইলভকে রোববার রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হচ্ছিল। ওই সময় মঞ্চের কাছে দাঁড়িয়ে থাকা পুতিনকে পা নাড়াতে দেখা যায়।
ফুটেজটিকে উদ্বেগজন আখ্যা দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, পুতিনের ডাক্তাররা তাকে স্বাস্থ্যগত কারণে দীর্ঘ সময় জনসমক্ষে উপস্থিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রতিবেদনটি টেলিগ্রাম চ্যানেল জেনারেল এসভিআর-এ করা দাবির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ক্রেমলিনের একটি সামরিক সূত্র ওই চ্যানেলটি পরিচালনা করে।
পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন এক জন এমপি গত মাসে বলেছিলেন, ‘ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুতিন অত্যন্ত অসুস্থ।’
রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির এক কর্মকর্তা দাবি করেছিলেন, পুতিন ‘দুই থেকে তিন বছরের বেশি সময় বাঁচবেন না।’