টানা দ্বিতীয় দিন ভারতের রাজধানী দিল্লিতে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা হাজার পেরিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাজধানীতে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৭৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।
দিল্লিতে মঙ্গলবার নতুন করে ১ হাজার ১১৮ জন করোনাভাইরাস সংক্রমণের শিকার হন। বুধবার তা আরও বেড়েছে। বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে সংক্রমণের হার (পজিটিভিটি রেট) ৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৯০৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। দিল্লিতে এ পর্যন্ত মোট ১৯ লাখ ১৫ হাজার ৯০৫ জন কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ২২৩ জনের।