বাবা দিবসের শুভেচ্ছা বার্তা দিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। একটি ভিডিও শেয়ার করে তিনি বলেছেন, তার বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা তিনিও ছড়িয়ে দিয়ে গেছেন।
শচীন টুইট করেছেন, ‘প্রত্যেক সন্তানের প্রথম নায়ক হলো তার বাবা। আমিও আলাদা নই। এমনকি আজও, আমি মনে করতে পারি তিনি আমাকে কী শিখিয়েছিলেন। তার নিঃস্বার্থ্য ভালোবাসা ও কীভাবে তিনি আমাকে আমার পথ খুঁজে বের করতে দিয়েছেন। প্রত্যেককে শুভ বাবা দিবস।’
ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর লিখেছেন, ‘বাজারে সবকিছু পাওয়া যায় শুধু বাবা-মায়ের ভালোবাসা ছাড়া। একজন সেরা বাবার সন্তান হওয়ার পর দুই চমৎকার সন্তানের বাবা হওয়া, এটা ছিল চমৎকার যাত্রা। সব বাবাদের জানাই শুভ বাবা দিবস। আপনারা সবাই সুপারহিরো।’
নারী টেনিস অ্যাসোসিয়েশন একটি ছবি শেয়ার করেছেন, যেখানে ভেনাস উইলিয়ামস তার বাবা রিচার্ডের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন।
কলকাতা নাইট রাইডার্স একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে ভারতীয় ফাস্ট বোলার উমেশ যাদব কথা বলেছেন, কীভাবে পিতৃত্ব তার জীবন পাল্টে দিয়েছে।