বৃষ্টি ও বন্যাকবলিত ভারতের বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত থেকে রোববারের মধ্যে মারা গেছেন তারা। এ দুর্ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার শোক প্রকাশ করেছেন।
সোমবার (২০ জুন) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভি জানায়, বিহারের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মৃত প্রত্যেক পরিবারের জন্য ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী নিতীশ কুমার টুইট করে লিখেছেন, ভাগলপুরে ৬ জনের মৃত্যু হয়েছে। বৈশালীতে মৃত ৩, খাগাড়িয়ায় ২, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে একজন করে মৃত্যু হয়েছে। দুজনের মৃত্যু হয়েছে বাঙ্কায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে মৃতদের পরিজনকে।