ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটায়। ৭৪৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে।
সোমবার (২০ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, গত ২৪ ঘণ্টায় তিন শিশুসহ আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছেন দুজন পুলিশ। একজনের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ জনে। এছাড়াও কমপক্ষে ৮ জন নিখোঁজ রয়েছেন।
রোববার (১৯ জুন) সন্ধ্যা পর্যন্ত আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে। কাছাড় জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বরপেটায়। বাজালি, কামরূপ, করিমগঞ্জ, উদলগুড়িতে একজন করে মৃত্যুর খবর মিলেছে। ডিব্রুগড়ে চার জন নিখোঁজ হয়েছেন। কাছাড়, হোজাই, তমুলপুর, উদলগুড়িতে একজন করে নিখোঁজ।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা, আধা সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল উদ্ধারকাজে সাহায্য করছে। ৭৪৪টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ১ লাখ ৮৬ হাজারেরও বেশি মানুষ।