করোনা প্রটোকল না মানার অভিযোগ ছিল আর্জেন্টিনার বিরুদ্ধে। ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিট পরই তা স্থগিত করে ব্রাজিল। দুই দলের কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচটি এখন অর্থহীন হলেও তা ফের মাঠে গড়াতে যাচ্ছে।
আগামী সেপ্টেম্বরে সাও পাওলোতে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচ হতে যাচ্ছে। সাও পাওলোতে মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগামী ২২ সেপ্টেম্বর নিও কুইমিকা স্টেডিয়ামে হবে এই খেলা।
ফিফা সুপারিশ করেছিল এই ম্যাচটি ব্রাজিলে আয়োজনের। কিন্তু সেলেসাও কোচ তিতে চেয়েছিলেন ম্যাচটি হোক ইউরোপে।
এর আগে দুই দলই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলায় আর্জেন্টিনা ক্রীড়া আদালতে এই ম্যাচটি না খেলার ইচ্ছা জানিয়ে আপিল করেছিল।
গত ১১ জুন মেলবোর্নে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল ব্রাজিল-আর্জেন্টিনার। আলবিসেলেস্তেরা অস্ট্রেলিয়ায় যেতে অনীহার কথা জানালে তা বাতিল করা হয়।