ফ্রান্স করোনা সংক্রমণের নতুন তরঙ্গের মুখোমুখি হচ্ছে। ফরাসি টিকাদান কর্মসূচির প্রধান অ্যালেন ফিশার বুধবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রতিদিন নতুন সংক্রমণ বাড়ছে। সোমবার নতুন সংক্রমিতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে, যা আগের দুই মাসের রেকর্ডকে ছাড়িয়েছে।
ফ্রান্স টু টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ফিশার জানান, আবারও যে মহামারি শুরু হচ্ছে তাতে কোনও সন্দেহ নেই।
তিনি বলেন, ‘এখন প্রশ্ন হচ্ছে এই তরঙ্গের তীব্রতা কেমন হবে।’
অন্যান্য ইউরোপীয় দেশ, বিশেষ করে পর্তুগালেও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। কারণ ওমিক্রনের সাবভেরিয়েন্ট BA.4 এবং BA.5 এই অঞ্চলে প্রভাবশালী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল।
ফ্রান্সে মে মাসের শেষের দিক থেকে নতুন সংক্রমণ ক্রমাগত বেড়ে চলেছে। দেশটিতে নতুন সংক্রমণের সাত দিনের গড় ২৭ মে ছিল ১৭ হাজার ৭০৫। মঙ্গলবার তা প্রায় তিন গুণ বেড়ে ৫০ হাজার ৪০২ হয়েছে।