বন্যার কারণে গত কয়েকদিন ধরে দুর্বিষহ সময় পার করছেন সিলেট-সুনামগঞ্জের মানুষ। অন্যান্যদের পাশাপাশি দেশের তারকারাও এগিয়ে এসেছেন এই দুর্যোগ মোকাবিলায়, দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে। এবার ভানবাসি মানুষের জন্য নিজের আঁকা ছবি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
বৃহস্পতিবার (২৩ জুন) ভাবনা তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন। এ অভিনেত্রী লিখেন—‘শিল্প আমার পেশা এবং ভালোবাসার জায়গা। আমি আমার প্রথম প্রদর্শনীর জন্য একটি সিরিজ তৈরির কাজে দিনরাত পরিশ্রম করেছি। কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বিশেষ করে সিলেটের অবস্থা দেখে আমার শিল্পকর্ম বিক্রি করার পরিকল্পনা করেছি। এর থেকে যে অর্থ পাব তা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের দেওয়া হবে।’
এরই মধ্যে কিছু অর্থ সহায়তা দিয়েছেনও ভাবনা। তা উল্লেখ করে এই অভিনেত্রী লিখেন, ‘আমি ব্যক্তিগতভাবে সহায়তা করেছি এবং এখনো যতটা সম্ভব করার চেষ্টা করছি। কিন্তু এই মুহূর্তে এটি যথেষ্ট বলে মনে হচ্ছে না। সবার কাছে আমার আন্তরিক অনুরোধ, আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং আমাদের দেশকে, আমাদের মানুষকে সাহায্য করি।’
ভাবনা তার আঁকা কিছু শিল্প কর্মের ছবি ফেসবুকে পোস্ট করেছেন। কারো কোনো কাজ পছন্দ হলে বিস্তারিত কথা বলতে তার ফেসবুকের ইনবক্সে মেসেজ করার আহ্বান জানিয়েছেন।