আমেরিকানদের প্রকাশ্যে অস্ত্র বহন করার মৌলিক অধিকার রয়েছে বলে বৃহস্পতিবার মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। যে রাজ্যগুলো বন্দুক বহন নিষিদ্ধ করতে চাইছে দেশটির সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে তারা আর তা পারবে না।
আদালতে ৯ জুরির মধ্যে ছয় জনই বন্দুক বহনের পক্ষে রায় দেন।
সংখ্যাগরিষ্ঠ জুরির মতামত লেখা বিচারপতি ক্লারেন্স থমাস বলেছেন, ‘সংবিধানের দ্বিতীয় ও চতুর্দশ সংশোধনী একজন ব্যক্তিকে বাড়ির বাইরে আত্মরক্ষার জন্য বন্দুক বহন করার অধিকারকে রক্ষা করে।’
নিউইয়র্ক অঙ্গরাজ্যে বন্দুক বহনের অনুমতির জন্য একজন ব্যক্তিকে প্রমাণ করতে হয় যে, তার বৈধ আত্মরক্ষার জন্য এটি প্রয়োজন।
এই আইনটির সমালোচনা করে রায়ে বলা হয়েছে, ‘নিউ ইয়র্কের যথাযথ কারণের প্রয়োজনীয়তা চতুর্দশ সংশোধনী লঙ্ঘন করে, যা নাগরিকদের আত্মরক্ষার জন্য জনসমক্ষে অস্ত্র রাখার এবং বহন করার ব্যাপারে সংবিধানের দ্বিতীয় সংশোধনীর অধিকার প্রয়োগ করতে বাধা দেয়।’
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বেশ বেড়েছে। চলতি বছর দেশটিতে বন্দুক সংশ্লিষ্ট সহিংসতা মারা গেছে প্রায় ১৮ হাজার মানুষ। তাই অস্ত্র আইন কঠোরের দাবিতে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভও হয়েছে। বর্তমান ডেমোক্র্যাট সরকার অস্ত্র আইন কঠোরের পক্ষে থাকলেও ভিন্নমত পোষণ করছে রিপাবলিকানরা।