আফগানিস্তানে বুধবারের ভূমিকম্পের পর শুক্রবার আফটার শক হয়েছে। এতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বুধবার যেখানে ভূমিকম্প হয়েছিল শুক্রবার ঠিক সে এলাকাতেই আফটার শক হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।
আফটার শকে নতুন করে কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।
বুধবার ভোররাতে আফগানিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।
আফগান দুর্যোগ প্রশমন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহম্মদ নাসিম হাক্কানি জানিয়েছেন, বুধবারের ভূমিকম্পে প্রায় ২ হাজার মানুষ আহত হয়েছে। এছাড়া ১০ হাজার বাড়িঘর আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
তিনি বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে পর্যাপ্ত ওষুধ নেই। আমাদের চিকিৎসা সাহায্য ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রয়োজন। কারণ এটা অনেক বড় বিপর্যয়।’