সিলেট ও সুনামগঞ্জে হঠাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। যারা সরকারি ও বেসরকারি সহায়তায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সরকারের পাশাপাশি নানান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন নিরলসভাবে বন্যার্তদের সহায়তায় কাজ করে যাচ্ছে।
এবার সেই সহায়তা কার্যক্রমে যুক্ত হলেন মুশফিকুর রহিম। তিনি স্থানীয় একটি স্বেচ্ছাসেবী দলের কাছে তার এক মাসের বেতন পুরোটাই তুলে দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সিলেট ও সুনামগঞ্জ এলাকায় ত্রাণ কার্যক্রমে যুক্ত থাকা একজন স্বেচ্ছাসেবী এ বিষয়ে বলেন, ‘মুশফিক ভাইর কাছ থেকে আমরা ৬ লাখ টাকা পেয়েছি। দেড় হাজার পরিবারকে আমরা এই টাকা দিয়ে সহায়তা করবো। তাদের রান্না করা খাবার সরবরাহ করবো।’
বাংলাদেশ দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে। তবে দলের সঙ্গে যাননি মুশফিকুর রহিম। তিনি শিগগিরই হজ পালন করতে সৌদি আরব যাবেন।