যুক্তরাষ্ট্রে অস্ত্র বিলে সই করে সেটিকে আইনে পরিণত করলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার রাশ টানতে কয়েকদিন আগেই মার্কিন কংগ্রেসে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একটি বিল পাস হয়েছিল।
শনিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি ও রয়টার্স। নতুন বিলটিতে প্রেসিডেন্ট সই করায় গত ৩০ বছরের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে নতুন আইন পেল যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ঈশ্বরের ইচ্ছা থাকলে নতুন এ আইনের মাধ্যমে অনেক মানুষের জীবন বাঁচবে।’
বিবিসি জানায়, নতুন এই আইনে ২১ বছরের কম বয়সী বন্দুক ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড কঠোরভাবে যাচাই করার কথা বলা হয়েছে। এতে কেউ হুমকি হিসাবে বিবেচিত হলে তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে নেওয়ার জন্য অঙ্গরাজ্যগুলোকে উৎসাহিত করা যাবে। মূলত যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক গোলাগুলির ঘটনার পর কংগ্রেস চলতি সপ্তাহে আইনটি অনুমোদন করে।
প্রসঙ্গত, গত মাসে নিউ ইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে এবং টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় মোট ৩১ জন নিহত হন।
হামলার এসব ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে বন্দুক আইন কঠোর করার দাবি জানাতে শুরু করেন দেশটির বাসিন্দারা।