বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১০ জুলাই (রোববার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপিত হবে। একই দিন বাংলাদেশ সময় সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে তামিম ইকবালের দলের।
গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লড়াইয়ে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচগুলো হবে ১৩ ও ১৬ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
উইন্ডিজ সফর শুরু হয়েছে টেস্ট সিরিজ দিয়ে। দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার সামনে টি-টোয়েন্টি সিরিজ। ২ জুলাই থেকে ডোমিনিকায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচও হবে একই মাঠে। আর শেষ ম্যাচ হবে ওয়ানডে সিরিজের ভেন্যু গায়নায়।
টেস্ট ও টি-টোয়েন্টিতে দুর্বল হলেও ওয়ানডেতে বাংলাদেশ বেশ শক্তিশালী। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। যদিও তামিম পূর্ণশক্তির দল না পাওয়ার সম্ভাবনা বেশি। সাকিব আল হাসান ছুটি চেয়েছেন। তার পরিবর্তে দলে রাখা হয়েছে তাইজুল ইসলামকে।