ভারতে বাড়ছে করোনার সংক্রমণ
ভারতে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটিতে ১২২ দিন পরে আবার এক লাখের সীমা অতিক্রম করেছে সক্রিয় সংক্রমণ। এই মুহূর্তে এখানে সক্রিয় সংক্রমণের সংখ্যা এক লাখ চার হাজার ৫৫৫ এ পৌঁছেছে। দৈনিক পজিটিভিটির হার ৪ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৯ জন। মহামারি শুরুর পর সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা এখন পাঁচ লাখ ২৫ হাজার ১১৬ জন।
যেসব রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে তার শীর্ষে রয়েছে কেরালা। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চার হাজার ৪৫৯ জন। তারপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৯৭ জন। পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৫২৪ জন। সাড়ে চার মাস আগে শেষ বার রাজ্যে দৈনিক আক্রান্ত দেড় হাজার নথিভুক্ত হয়েছিল। রাজ্যের মধ্যে শুধু কলকাতাতেই দৈনিক আক্রান্ত পাঁচশোর উপর।