গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করার কিছু ক্ষমতা হারিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবেশগত সুরক্ষা সংস্থা (ইপিএ)। দেশটির সুপ্রিম কোর্টের এক রায়ে বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে কার্বন নিঃসরণ কমাতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের নিয়ম নীতি আরোপের ক্ষমতা সীমিত করা হয়েছে।
এক প্রতিবেদনে বিবিসি একথা জানিয়েছে।
এদিকে সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে ‘বিপর্যয়কর সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন বাইডেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত জলবায়ু সঙ্কট মোকাবিলায় তার উদ্যোগকে কোনোভাবেই কমাতে পারবে না।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যের গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর ক্ষমতা ইপিএ’র নেই এমন যুক্তি তুলে ওয়েস্ট ভার্জিনিয়া একটি মামলা করে। রিপাবলিকান-নেতৃত্বাধীন ১৯ টি রাজ্য এবং দেশটির কয়লা কোম্পানিগুলোর পক্ষ থেকে এ মামলাটি করা হয়।
রাজ্যগুলোর ধারণা ছিল ইপিএ বিদ্যুৎ খাতে তাদের কয়লার ব্যবহার বন্ধ করতে বাধ্য করতে পারে। এতে তাদের গুরুতর আর্থিক ক্ষতি হবে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তাদের পক্ষেই রায় দিয়েছে।
সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির মধ্যে ৬ বিচারপতি রাজ্যগুলোর সমর্থনে অবস্থান নেন। রায়ে বলা হয়, কার্বন নিঃসরণ কমানোর অবাধ ক্ষমতা ইপিএ’র নেই।