চীনের হুবেই প্রদেশে মরণব্যাধী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে দ্বিগুন বলে বৃহস্পতিবার ঘোষণা করেছে দেশটি। মারা যাওয়া ২৪৪ জনের মধ্যে ২৪২ জনই ওই প্রদেশের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১৩৫৫ জনে দাঁড়িয়েছে। ১৫ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হওয়ায় এটি রেকর্ড সংখ্যক অবস্থায় পৌঁছেছে এবং বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার মানুষ।বিশ্বব্যাপী স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ভাইরাস নিয়ন্ত্রণে আনার আগে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। সিএনএন, ইয়ন, রয়টার্স
হুবেইতে ৩৩ হাজার ৬৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ১৩৩৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে ৩৩ হাজার ৪৪১ জন এ ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জাপানের ইয়োকোহামা বন্দরের নিরাপদ দূরত্বে নোঙর করা ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীতে বুধবারে ১৭৫ জনকে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। বিলাসবহুল ওই নৌযান তিন হাজার ৭০০ যাত্রী নিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চীনের বাইরে সেখানেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত।