পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। রোববার এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে।
বেলুচিস্তান প্রদেশের শিরানি জেলার সহকারী প্রশাসক মাহতাব শাহ জানান, দেশটির রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটা শহরে যাচ্ছিলেন বাসটি। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।
এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রবল বৃষ্টির মধ্যে বাসটি ভেজা রাস্তায় পিছলে যায় এবং চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
দেশটিতে গত মাসেই পাকিস্তানের বেলুচিস্তানে একইভাবে একটি মিনিবাস খাদে পড়ে গেলে অন্তত ২২ জন নিহত হন।