সৌদি আরবে ফারজিন সুলতানা (৪০) নামে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি মদিনায় মারা যান। এ নিয়ে চলতি মৌসুমে সর্বমোট ২০ হজযাত্রী মারা গেছেন।
নিহতদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৬ জন । এরমধ্যে মক্কায় মারা যান ১৬ এবং মদিনায় তিন জন ও জেদ্দায় একজন।
শনিবার (১৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্য মতে, গত বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা জেলার ফারজিন সুলতানা মদিনায় মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর- BW0389830।
জানা গেছে, ফিরতি ফ্লাইট শুরু হওয়ার পর থেকে গত দুদিনে মোট ৪ হাজার ৩৩২ জন হাজি দেশে ফিরেছেন। মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ১২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি, সৌদিয়ার ছয়টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে।
বৃহস্পতিবার থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।