দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বলেছেন, দেশকে সঙ্কটের হাত থেকে রক্ষা করতে তিনি ‘সব ধরনের পদক্ষেপ’ নিয়েছিলেন। দেশটির পার্লামেন্টের স্পিকারের কাছে লেখা এক চিঠিতে তিনি এ দাবি করেছেন।
শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে গোটাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এক সপ্তাহ আগে হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী গোটাবায়ার সরকারি বাসভবন ও অফিস দখল করে। এর পর তিনি মালদ্বীপ পালিয়ে যান এবং পরে সেখান থেকে সিঙ্গাপুরে যান।
শ্রীলঙ্কার পার্লামেন্টে শনিবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করার জন্য বৈঠক হয়েছে। সঙ্কট-বিধ্বস্ত দেশটিকে কিছুটা স্বস্তি দিতে জ্বালানির একটি চালান এসে পৌঁছেছে।
শ্রীলঙ্কার পার্লামেন্টের মহাসচিব ধম্মিকা দাসানায়েক আনুষ্ঠানিকভাবে রাজাপাকসের পদত্যাগপত্র পড়ে শোনান।
চিঠিতে রাজাপাকসে বলেছেন, শ্রীলঙ্কার আর্থিক সঙ্কটের মূল ছিল অর্থনৈতিক অব্যবস্থাপনা। প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব নেওয়ার আগেই এই অব্যবস্থাপনা শুরু হয়েছিল। এছাড়া করোনা মহামারিতে শ্রীলঙ্কায় পর্যটক আগমন এবং বিদেশী কর্মীদের কাছ থেকে অর্থ প্রেরণ ব্যাপকভাবে কমে গিয়েছিল।
চিঠিতে বলা হয়েছে, ‘আমার ব্যক্তিগত বিশ্বাস এটাই যে, আমি এই সঙ্কট মোকাবিলায় পার্লামেন্ট সদস্যদের সর্বদলীয় বা ঐক্য সরকার গঠনের আমন্ত্রণ জানানোসহ সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছি।’