রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ক্রিমিয়ায় মস্কোর নিয়ন্ত্রণকে ইউক্রেন এবং পশ্চিমা শক্তির অস্বীকৃতি রাশিয়ার জন্য একটি ‘পদ্ধতিগত হুমকি’ এবং বাইরে থেকে ওই অঞ্চলে কোনো ধরণের হামলা চরম পরিণতি ডেকে আনবে।
২০১৪ সালে ইউক্রেনের রুশপন্থী সরকারের পতনের পর ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এরপর ডনবাস অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র দিয়ে সহায়তা দেয় মস্কো।
রাশিয়ার সংবাদসংস্থা ‘তাস’ এর বরাত দিয়ে রয়টার্স জানায়, ক্রিমিয়ায় হামলা বিষয়ে মেদভেদেভ বলেন, সেখানে হামলা হলে শেষ পরিণতি খুব দ্রুত ও কঠোরভাবে নেমে আসবে। এরফলে পালানোর কোনো যায়গা থাকবে না।
সাবেক রুশ প্রেসিডেন্ট এ বিষয়ে বিস্তারিত কিছু না বললেও এর আগে রাশিয়ার মতো পারমাণবিক শক্তিকে শাস্তি দেওয়ার চেষ্টার বিপদ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন।
ক্রিমিয়াকে নিজেদের অংশ দাবী করে সেখানে যুক্তরাষ্ট্রের তৈরি HIMARS মিসাইল দিয়ে হামলা করা হতে পারে ইউক্রেন কর্মকর্তাদের এমন পরামর্শের একদিন পরেই দিমিত্রি মেদভেদেভ ওই মন্তব্য করলেন।