যুক্তরাষ্ট্রে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।
দেশটির স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে এ ঘটনা ঘটে।
ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেন, সন্ধ্যায় আমরা গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির শিকার হয়েছি।
রয়টার্স জানায়, ইন্ডিয়ানাপোলিসে একটি শপিংমলের ফুড কোর্টে একজন বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছেন। পরে সেখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির গুলিতে হামলাকারী ব্যক্তিও নিহত হন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্ডিয়ানাপোলিসের গ্রিনউড পার্ক মলে এ হামালা চালানো হয়। এরপর সেখানে উপস্থিত একজন বেসামরিক নাগরিক ওই হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। কারণ তার কাছেও অস্ত্র ছিল। হামলাকারী একাই ছিলেন। তার কাছে ছিল একটি রাইফেল ও কিছু গোলাবারুদ। তবে পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করেনি। তাছাড়া গোলাগুলির সময় শপিংমলের ক্রেতা-বিক্রেতারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে।
উল্লেখ্য, শিকাগোতে স্বাধীনতা দিবসের র্যালিতে গত ৪ জুলাই বন্দুক হামলায় নিহত হন ৭ জন। আহত হন ৪০ জন। এর আগে মে মাসে নিউইয়র্ক সুপারমার্কেট ও টেক্সাসের প্রাথমিক স্কুলে আলাদা বন্দুকহামলায় নিহত হয়েছেন ১০ কৃষ্ণাঙ্গসহ ১৯ শিক্ষার্থী।