সম্প্রতি জাতিসংঘ জানিয়েছিল, ২০২৭ সালের মধ্যেই জনসংখ্যায় চীনকেও ছাপিয়ে বিশ্বের সবথেকে জনবহুল রাষ্ট্রে পরিণত হবে ভারত। তবে সংস্থাটির জনসংখ্যা বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হছে, আগামী ৭৮ বছরে প্রায় ৪১ কোটি জনসংখ্যা হারাতে যাচ্ছে ভারত।
জনসংখ্যা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ভারতের জনসংখ্যা ১৪১ কোটি ২০ লাখ। ৭৮ বছর পর ২১০০ সালে তা কমে হবে ১০০ কোটি ৩০ লাখ। ফলে আগামী বছরগুলোতে ভারতের জনসংখ্যার ঘনত্বও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জনসংখ্যা কমার একমাত্র কারণ প্রজনন হার কমে যাওয়া। বর্তমানে ভারতের প্রজনন হার নারী প্রতি ১ দশমিক ৭৬ শতাংশ। ২০৩২ সালে এই প্রজনন হার কমে ১ দশমিক ৩৯-এ দাঁড়াতে পারে। একইভাবে কমতে কমতে ২০৫২ সালে প্রজনন হার হবে ১ দশমিক ২৮, ২০৮২ সালে ১ দশমিক ২ এবং ২১০০ সালে আরও কমে গিয়ে দাঁড়াবে ১ দশমিক ১৯ শতাংশে।
অবশ্য শুধু ভারতেই নয়, প্রজনন হার কমার এই প্রবণতা দেখা যাচ্ছে চীন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় সবকটি দেশেই। ভারতে সঙ্গে সঙ্গে আগামী শতকে বিশ্বের প্রায় সব দেশেই ক্রমে জনসংখ্যা ও জনঘনত্ব কমবে বলে মনে করা হচ্ছে।