বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন: দ্য ডে’ সিনেমা ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পেয়েছে। অনন্ত-বর্ষা অভিনীত সিনেমাটি মুক্তির পর থেকে দর্শক মহলে সাড়া ফেলেছে। প্রথম সপ্তাহের সাফল্যের পর দ্বিতীয় সপ্তাহেও দর্শকের তুমুল আগ্রহে রয়েছে ‘দিন: দ্য ডে’। দেশের নানা জেলার সিনেমা হলে চলছে এটি। এদিকে স্টার সিনেপ্লেক্সে বেড়েছে এর শো। যমুনা ব্লকবাস্টারেও খুব ভালো যাচ্ছে বলে দাবি অনন্ত জলিলের।
সিনেমাটি নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের দর্শকদের মাঝেও আগ্রহ দেখা যাচ্ছে। গতকাল ব্লকবাস্টারে দল বেঁধে সিনেমাটি দেখেন ১৫ জন ভারতীয় নাগরিক। তারা বাংলাদেশেই বাস করেন। এখানে নানা পেশায় কর্মরত রয়েছেন তারা। অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ নিয়ে আলোচনা দেখে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যান তারা।
ব্লকবাস্টার কর্তৃপক্ষ জানায়, সিনেমাটি দেখে মুগ্ধতা প্রকাশ করেন ওই ১৫ ভারতীয় দর্শক। তারা একসঙ্গে ফটোসেশনও করেন অনন্ত-বর্ষার পোস্টারের সামনে দাঁড়িয়ে।
‘দিন: দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেছেন যৌথভাবে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ও অনন্ত জলিল। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।