‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালাতে সহায়তা করার দায়ে অভিযুক্ত চার গণতন্ত্রপন্থী আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ। মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে শান্তিতে নোবেল জয়ী অং সান সুচির ঘনিষ্ট একজন আছে বলে জানা গেছে।
সোমবার (২৫ জুলাই) দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম গ্লোবাল নিউজ লাইট একথা জানায়। তবে তাদের মৃত্যুদণ্ড কীভাবে কার্যকর করা হয়েছে প্রতিবেদনে তা জানানো হয়নি।
অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন অফ পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) মতে, সর্বশেষ মিয়ানমারে ১৯৮০’র দশকের শেষের দিকে কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
সংবাদমাধ্যম জানায়, সামরিক বাহিনীর বিরুদ্ধে মিলিশিয়াদের হামলা চালাতে সাহায্য করার অভিযোগে জানুয়ারিতে আটক এসব ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনকারী কেয়াও মিন উ এবং সাবেক আইনপ্রণেতা ফিও জেয়া থ রয়েছেন।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অপর দুই জন হলেন হ্লা মায়ো অং এবং অং থুরা জ। সামরিক সরকারকে তথ্য দেওয়া এক নারীকে হত্যার অভিযোগে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।