ভারতের গুজরাটে বিষাক্ত মদ্যপানে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরো ৩০ জন। তাদের অধিকাংশরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৬ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে একথা জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, মদপানে মারা যাওয়াদের অধিকাংশই শ্রমিক বা দিনমজুর। তাদের বাড়ি আহমেদাবাদ ও বোটাদ জেলার গ্রামগুলোতে।
গুজরাটের পুলিশের মহাপরিচালক আশিস ভাটিয়া বলেন, বোটাদ জেলা থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা নকল মদ তৈরি ও বিক্রিতে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (ভাবনগর রেঞ্জ) অশোক কুমার যাদব বলেন, ঘটনাটি তদন্তের জন্য এবং নকল মদ বিক্রিকারীদের ধরতে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ-র্যাংকের অফিসারের অধীনে একটি তদন্ত দল (এসআইটি) গঠন করা হচ্ছে। গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) এবং আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চও তদন্তে যোগ দিচ্ছে।