রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রম শর্ত ভঙ্গের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের দেশ লাটভিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।
যদিও বাল্টিক অঞ্চলের দেশটি দাবী করেছে যে রাশিয়ার এমন পদক্ষেপে সেখানে গ্যাস সরবরাহে তেমন কোনো প্রভাব পরবেনা। শনিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক সংবাদসংস্থা আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়া ইতিমধ্যে পোল্যান্ড, বুলগেরিয়া, নেদারল্যান্ড এবং ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।
পাশাপাশি, দেশটি জার্মানির শেল এনার্জি ইউরোপের কাছেও গ্যাস বিক্রি বন্ধ করে দিয়েছে।
এদিকে, গ্যাস সরবরাহ বন্ধ নিয়ে লাটভিয়ার ডেপুটি অর্থ মন্ত্রণালয়ের শক্তি নীতির উপ সচিব এডিজ সাইকানস বলেন, গাজপ্রমের এমন পদক্ষেপের ফলে খুব সামান্য প্রভাব পরবে কারণ ১লা জানুয়ারি ২০২৩ থেকে রাশিয়ান গ্যাস আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত আগেই নিয়েছে লাটভিয়া।
এর আগে, রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ‘আগে সই করা চুক্তি অনুসরণ করে রাশিয়া অবশ্যই ভলিউম ও মূল্য অনুযায়ী প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে। এই পরিবর্তন শুধু অর্থপ্রদানের মুদ্রার বিষয়ে হবে। মুদ্রা হিসেবে রাশিয়ান রুবল ব্যবহার করা হবে।’