এক দিনের সফর শেষে তাইওয়ান ছেড়ে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার তিনি আমেরিকান এয়ারফোর্সের একটি বিমানে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তাইওয়ান ছেড়ে যান।
তাইওয়ান ছাড়ার কিছুক্ষণ আগে এক টুইটে চীনকে সতর্ক করে পেলোসি বলেছেন, ‘কোনো ভুল করবেন না। বর্তমানে ও আগামী কয়েক দশকের জন্য আমেরিকা তাইওয়ানের জনগণের প্রতি প্রতিশ্রুতিতে অটল রয়েছে।’
এর আগে তিনি তার সফর সম্পর্কে আরেকটি টুইটে বলেছেন, ‘আমাদের প্রতিনিধিদল তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের বিশেষ সুযোগ পেয়েছে। আমরা আলোচনা করেছি কিভাবে আমেরিকা ও তাইওয়ান অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে পারে, আমাদের নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে পারে এবং আমাদের ভাগাভাগি করা গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করতে পারে।’
চীনের হুমকি-ধমকি উপেক্ষা করে মঙ্গলবার তাইওয়ানে যান পেলোসি। ২৫ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন শীর্ষ কর্মকর্তা তাইওয়ান সফর করলেন। তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র নয়, বরং নিজেদের বিচ্ছিন্ন অঞ্চল বলে দাবি করে আসছে চীন। তাই পেলোসির তাইওয়ান সফরকে যুদ্ধের প্ররোচনা বলে অভিযোগ করছে বেইজিং।