জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধান জানিয়েছেন, ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে।’ বুধবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে রাফায়েল গ্রসি বলেছেন, ওই কেন্দ্রে ‘পরমাণু নিরাপত্তার প্রতিটি নীতি লঙ্ঘন করা হয়েছে।’
মার্চের শুরু থেকে রুশ বাহিনীর দখলে থাকা কেন্দ্রটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
সোমবার গ্রসি জানিয়েছিলেন, তার দল গত দুই মাস ধরে কেন্দ্রটি পরিদর্শনের জন্য প্রস্তুত ছিল। কিন্তু তারা এখনও পর্যন্ত সেখানে যেতে পারেননি।
এদিকে, জাপোরিঝিয়ায় রাশিয়ার মনোনীত কর্মকর্তা ইয়েভজেনি বালিটস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী পারমাণবিক কেন্দ্রটিতে হামলা চালাতে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করছে।
তিনি আরও জানান, তারা আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষক দলকে কেন্দ্রটি দেখানোর জন্য প্রস্তুত ছিলেন যে কীভাবে রাশিয়ানরা পারমাণবিক স্থাপনাটিকে পাহারা দিচ্ছে।