আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে বড় ধরনের এক বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এতে ২১ জন নিহত হয়েছেন।
গার্ডিয়ান জানায়, বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় মসজিদে মাগারিবের নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কাবুলে হাসপাতাল পরিচালনা করছে ইতালিভিত্তিক একটি এনজিও। তারা জানায়, সেখান থেকে ২৭ জন আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড বিস্ফোরণের সময় আশেপাশের ভবনগুলোর জানালা কেঁপে ওঠে।