সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমানটি আহমেদাবাদ বিমনাবন্দরে অবতরণ করে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাকে (ট্রাম্প) উষ্ণ অর্ভ্যথনা জানান। তারা একে অপরের সঙ্গে করমর্দন এবং কুশল বিনিময় করেন। ট্রাম্পের সফরসঙ্গী রয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং জামাই জারেদ কুশনার। এছাড়া তার প্রশাসনের বিপুল সংখ্যক কর্মকর্তাও রয়েছেন সফর সঙ্গী হিসেবে। এ দলে রয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান, অর্থমন্ত্রী স্টিভ মুনুচিন, বাণিজ্যবিষয়ক সচিব উইলবার রস এবং জ্বালানি উৎপাদনকারী বিভাগের সচিব ড্যান ব্রাওলেট।
এর আগে সকালে নরেন্দ্র মোদি টুইটে বলেন, ভারত আপনার আসার অপেক্ষায় রয়েছে। আমেদাবাদে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভারতের উদ্দেশে রওনা দেয়ার আগে ট্রাম্প টুইটে বলেন, মেলানিয়াকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করলাম! আমেদাবাদে নেমে যখন মোতেরা স্টেডিয়ামের দিকে সপারিষদ রওনা হন ডোনাল্ড ট্রাম্প, তখন রাস্তার পাশে অসংখ্য মানুষ তাদের স্বাগত জানান।
রোববার রাতে ওয়াশিংটন ডিসি ছাড়ার আগে ট্রাম্প বলেন: আমরা লাখ লাখ মানুষের সঙ্গে থাকব। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল … তিনি একজন ভাল বন্ধু। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে জানিয়েছেন- এই ইভেন্টটি (‘নমস্তে, ট্রাম্প’) এখনও পর্যন্ত সবচেয়ে বড় ইভেন্ট হবে।
অনুষ্ঠান শেষে গুজরাট থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তারা। দিল্লি পৌঁছানোর আগে আগ্রার তাজমহলেও একবার ঢুঁ মেরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ও তার ফার্স্ট লেডি। সেই জন্যে নতুন করে সেজে উঠেছে তাজমহল, যমুনাতেও নতুন করে জল ছাড়া হয়েছে, বাড়ানো হয়েছে এলাকার নিরাপত্তা।