রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাজা বহাল রেখেছে শীর্ষ আদালত। মঙ্গলবার নাজিবের দণ্ড বাতিলের আপিল খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখে কেন্দ্রীয় আদালত।
২০০৯ সালে যখন নাজিব রাজাক প্রধানমন্ত্রী ছিলেন তখন মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নতির জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ বা ওয়ানএমডিবি গঠন করা হয়। পরবর্তীতে এই তহবিল থেকে সরানো হয়ে ৪৫০ কোটি ডলার। এর বড় একটি অংশ নাজিব রাজাকের পকেটে গেছে বলে তদন্তে বের হয়ে আসে।
ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে জড়িত প্রথম সাতটি দুর্নীতির মামলায় ক্ষমতা অপব্যবহারের দায়ে নাজিবকে ২০২০ সালে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অর্থ সাদা করা ও বিশ্বাস ভঙ্গের দায়ে ছয়টি মামলার প্রত্যেকটির জন্য ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাতটি মামলার দণ্ডের বিরুদ্ধে ২০২০ সালে আপিল করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী।