নিরাপত্তা বেষ্টনী টপকে সিংহের খাঁচায় লাফ দিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক।
রোববার (২৮ আগস্ট) ঘানার রাজধানী আক্রার একটি চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চিড়িয়াখানার ওই খাঁচায় একটি সিংহ, সিংহী ও দুটি সিংহ শাবক ছিলো। হঠাৎ কোনো কারণ ছাড়া সিংহের খাঁচায় লাফ দেন তিনি। এরপরই তার ওপর ঝাঁপিয়ে পরে সিংহ। এতে প্রাণ যায় যুবকের।
নিরাপত্তা বেষ্টনী টপকে কীভাবে সিংহের খাঁচার ভেতরে ওই যুবক ঢুকলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে এ ঘটনার পর চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।