বেশ কিছু দিন ধরেই যেন নিজের ছায়া হয়ে আছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে ধার কমে গেছে বেশ। তার যেটা শক্তির জায়গা, সেই ডেথ ওভারেও কার্যকর বোলিং করতে পারছেন না। সবশেষ এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে তার পারফরমেন্স ছিল হতাশাজনক।
আফগানিস্তানের ব্যাটিংয়ের মাঝামাঝি সময় পর্যন্ত হচ্ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে ১৭তম ওভারে ফিজ দেন ১৭ রান। আর এতেই ম্যাচ হাত ছাড়া হয় বাংলাদেশের।
এ ম্যাচের পর থেকেই তোপের মুখে ‘দ্য ফিজ’। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে তার জায়গা হবে কি না এমন প্রশ্নও উঠেছে। সবশেষ এই প্রশ্নের উত্তরও মিলেছে।
বুধবার (৩১ আগস্ট) দুবাইয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘মুস্তাফিজকে অটো চয়েজ ভাবার সময় শেষ হয়েছে। ’
২০১৫ সালে অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলে ‘অটো চয়েজে’ পরিণত হন মুস্তাফিজ। মাশরাফি পরবর্তী সময়ে বাংলাদেশ দলে সবচেয়ে নিয়মিত পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। শুরুর কয়েক বছর জাতীয় দল এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি লিগগুলোতে পারফর্ম করে সুনাম কুড়ান এই বাঁহাতি পেসার। দেশে-বিদেশে তার কদর বাড়ে। তবে সম্প্রতি ধার কমেছে ফিজের বলে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাদ পড়ছেন কি ফিজ? এ উত্তর পেতে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। ওই দিন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল।