করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
বুধবার (৩১ আগস্ট) মাহাথিরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে মাহাথিরের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। পরে তাকে চিকিৎসকের পরামর্শে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারির শেষদিকে হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৯৭ বছর বয়সী এই রাজনীতিবিদ। তিনি করোনাভাইরাসের টিকাও নিয়েছিলেন।
মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাকে।