অবরুদ্ধ গাজার শাসক দল হামাস পাঁচ ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এদের মধ্যে দুজনের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে গোয়েন্দাবৃত্তির অভিযোগ রয়েছে। রোববার ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
২০১৭ সালের পর এই প্রথম ফিলিস্তিন অঞ্চলে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ফাঁসিতে ঝুলিয়ে কিংবা ফায়ারিং স্কোয়াডে গুলি করে দণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে দণ্ডপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়নি। তবে এতে বলা হয়েছে, হত্যার দায়ে তিন জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৪৪ বছর ও ৫৪ বছর বয়সী দুজনকে ইসরায়েলের পক্ষে গোয়েন্দাবৃত্তির জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ইসরায়েল যেসব অভিযান চালিয়েছিল তাতে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছে।
এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর।